দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২২ পালিত
দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে ৫ জুন রোববার বিকেল ৩ টায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ড সেন্টার (সিডিসি) দিনাজপুরের ব্যাবস্থাপনায় পল্লী ইসলামী সংস্থা ও ফ্রেস ওয়াটার টেকনোলজীর সহযোগীতায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে সাধারন সম্পাদক কাশী কুমার দাস ঝন্টুর সন্চালনায় এক আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সন্মাননা/২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও সন্মাননা প্রদান করেন. দিনাজপু জেলা ভেটেরিনারি অফিসার ভেটেরিনারী হাসপতাল ড. আশিকা আকবর তৃষা.বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ দিনাজপুর জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান (মাইকেল).দিনাজপুরসামাজিক বন বিভাগ সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা.দিনাজপুর জেলা পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি ব্যাবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরী. সন্মানিত অতিথি ব্রীসডো চিরির বন্দর নির্বাহী পরিচাক ও দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ নদী পরিব্রাজক দল এর সভাপতি মির্জা ওবায়দুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন উপজেলা হতে গুনি পরিবেশ রক্ষায় অগ্রনী ভুমিকা পালন কারীগন কে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।