কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপহার পেল ১৩০ পরিবার।
বিশ্ব মহামারি করোনা ভাইরাসে প্রকোপে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে উপহারসামগ্রী স্বরূপ খাদ্যদ্রব্য বিতরণ করেছে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। কাপ্তাই উপজেলার কেপিএম এলাকা, বড়ইছড়ি সদর, শিলছড়ি এলাকা, কাপ্তাই নতুন বাজার ও প্রজেক্ট এলাকা, রাইখালী বাজার এলাকা এবং মিশন এলাকায় অসহায় হয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের ১৩০ টি হতদরিদ্র পরিবারের মাঝে শুক্রবার (১৫ মে) উপহারস্বরূপ চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল উপজেলা সদরে উপস্থিত থেকে এই উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় , কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক দীলিপ কুমার পাল, যুগ্ন সম্পাদক বিপ্লব মল্লিক, ,কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত উপস্হিত ছিলেন।
এর আগে কেপিএম কয়লার ডিপু হরিমন্দির প্রাঙ্গনে বিতরণ কার্যক্রমে অংশ নেন হরিমন্দিরের সভাপতি কেপিএম লিমিটেডের জি এম( এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সু্বর্ণ ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক উৎপল ভট্রাচার্য্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির মহিলা সম্পাদিকা শিপ্রা লোধ, ভাগবত সংঘের সাধারন সম্পাদক নীলকান্ত মল্লিক, প্রচার সম্পাদক আশু মল্লিক, সাংগঠনিক সম্পাদক খোকন মল্লিক সহ কমিটির সদস্যরা।
পরে কমিটির সদস্যরা প্রত্যেকটি এলাকায় গিয়ে এই উপহার সামগ্রী হত দরিদ্রদের মাঝে তুলে দেন।
অসহায় পরিবারগুলো উপহারসামগ্রী পেয়ে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।