গত ২৯ জুলাই২০২০ইং রোজ বুধবার লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব একেএম আজিজুর রহমান মিয়া লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া লক্ষীপুর মডেল থানা এলাকা হইতে চোরাই যাওয়া মোটর সাইকেল চন্দগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থান হইতে উদ্ধার করা হয়। চোরাই যাওয়া মোটর সাইকেল উদ্ধার ও আসামী আসামী ১। হাসান হাবিব (২৮), পিতা-মোঃ রফিক উল্যা প্রঃ গাঁজা রফিক, সাং-বাঞ্চানগর (মইধ্যের বাড়ী), পৌরসভা ২নং ওয়ার্ড, থানা ও জেলা-লক্ষীপুর, ২। মোরশেদ আলম প্রঃ বাবুল প্রঃ বাবু(২৮),পিতা-বাচ্চু মিয়া, সাং আলাদাদপুর(হাজিরপাড়া ইউপি) থানা -চন্দ্রগঞ্জ,জেলা-লক্ষীপুর ৩। ফরহাদ হোসেন প্রঃ রিংকু (২৮), পিতা-আবুল বাশার, সাং-ধীতপুর (ইসমাইল হাজী বাড়ী), ২নং ওয়ার্ড, ৪নং আলাইয়াপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী গ্রেফতারের পর জানা যায় আসামীরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মামলা রহিয়াছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Related Articles
মিথ্যা সংবাদ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সেনবাগ পৌর মেয়রের সংবাদ সম্মেলন
মার্চ ১০, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ