শার্শায় সরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ।
এসএম স্বপন। বেনাপোল প্রতিনিধি-(যশোর)
শার্শায় সরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
যশোরের শার্শা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় সরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় বেতনা নদীসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) দুপুরে শার্শা উপজেলা প্রশাসনের পুকুরসহ বেতনা নদীর খন্ড খন্ড স্থানে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল।
শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুজ্জামান, উপপ্রকল্প পরিচালক মনিষ কুমার মন্ডল, যশোর জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, শার্শার বাঁগআঁচড়া মৎস্য খামারের ম্যানেজার আওছাফুর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের সহকারী জাকির হোসেন, ইমরান হোসেন প্রমুখ।