আখাউড়ায় দ্বীনি শিক্ষা প্রসারে (সকালবেলা) মক্তবের গুরুত্ব ও ইমামদের দায়িত্ব সম্পর্কে আলোচনা সভা।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়ায় দ্বীনি শিক্ষা প্রসারে (সকালবেলা) মক্তবের গুরুত্ব ও ইমামদের দায়িত্ব সম্পর্কে আলোচনা সভা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা মিলনায়তনে সকাল ৯ ঘটিকায় আখাউড়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া ইমাম পরিষদের সভাপতি কাজী মাইনুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সালেহ আহমদ, বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রসুল আহমেদ নিজামী অফিসার ইনচার্জ আখাউড়া থানা,
অনুষ্ঠানে বক্তারা বলেন মূল্যবোধ হলো রীতিনীতি ও আদর্শের মাপকাঠি; যা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধরা হয় যা ভালো-মন্দের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য গড়ে দেয়। সুতরাং আপনার সন্তানের প্রথম শিক্ষা যদি হয় কোরআনের শিক্ষা দ্বীনের শিক্ষা সে কোনদিন বিপথে যেতে পারে না যদিও সে পথ ভুলে যাই পুনরায় সে সঠিক পথে ফিরে আসে সেই ক্ষেত্রে অভিভাবক এবং ইমামদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ করে ইমামগণ প্রত্যেক মহল্লায় যারা সকালবেলায় মক্তবে কুরআন শিখতে আসতে পারছে না তাদেরকে অন্য সময় করে হলেও কুরআনের শিক্ষা দিতে হবে।
এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া ইমাম পরিষদের উপদেষ্টাদের মধ্যে আসাদুজ্জামান সাহেব,হাফেজ মাওলানা আসাদ আল হাবিবি সাহেব,মাওলানা আবু আবদুল্লাহ,হাফেজ মাওলানা জিয়াউল আমিন সাহেব,হাফেজ মাওলানা নুরুল ইসলাম বাবুল, সিনিয়র সভাপতি মাওলানা জাকুয়ান খাদেম সহ-সভাপতি মাওলানা ফখরুউদদীন যুগন সম্পাদক হাফেজ মাওলানা রাসেল মোল্লা যুগ্ম সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ইমাম পরিষদ আখাউড়া উপজেলা হেলাল উদ্দিন প্রমূখ।