নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও চৌমুহনীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও চৌমুহনীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন।
মুজিববর্ষ-পল্লী বিদ্যুতায়নের সেবাবর্ষ” এই শ্লোগানের মাধ্যমে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও চৌমুহনীতে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
নোয়াখালী জেলা প্রসাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে একরামুল করিম চৌধুরী এমপি, মামুনুর রশীদ কিরণ এমপি,নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনম সেলিম,নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা.এবিএম জাফর উল্লাহ,নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. গোলাম মোস্তফা,বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকসহ উপকার ভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সর্বস্থরের জনগণকে বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। বিদ্যুৎ বিভাগকে আরো সম্প্রসারণ করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।২০২১সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে।