কুয়েতে আটকাদেশ এক মাস বাড়ল এমপি পাপুলের।
কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সাংসদ সহিদ ইসলামের (পাপুল) আটকাদেশ আরও এক মাস বাড়ানো হয়েছে।
রোববার সকালে কুয়েতের সুপ্রিম কোর্টে আটকাদেশ পুনর্বিবেচনাবিষয়ক বিচারকের চেম্বারে হাজির করা হলে বিচারক তাঁকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।
কুয়েতের আরবি দৈনিক আল কাবাস এ খবর জানিয়েছে। কুয়েতে ৬ জুন আটকের পর থেকে এ নিয়ে পাঁচবার সাংসদ মোহাম্মদ সহিদের আটকাদেশ বাড়ানো হলো। ৯ আগস্ট সবশেষ তাঁকে আরও দুই সপ্তাহ অর্থাৎ ২৩ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে প্রতিবারই তাঁর আটকাদেশ দুই সপ্তাহ করে বাড়ানো হচ্ছিল। এবার একসঙ্গে আটকাদেশের মেয়াদ এক মাস বাড়ল। সংসদ সদস্য পাপুলের বিরুদ্ধে কুয়েতে মানব ও মুদ্রা পাচারে অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গত ৬ জুন শনিবার কুয়েতের মুশরিক এলাকার বাসা থেকে পাপুলকে আটক করে সিআইডি।
পরে তার কোম্পানীতে কর্মরত পাঁচ বাংলাদেশির অভিযোগ ও সাক্ষ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ডের আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। ওই পাঁচ বাংলাদেশির অভিযোগ, কুয়েতে যেতে তাদের প্রত্যেকের কাছ থেকে শহিদ ইসলাম পাপুল ৩ হাজার দিনার ও প্রতিবছর ভিসা নবায়ন করতে বাড়তি টাকা নিয়েছেন।