প্রবাসে বাংলা

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারী।

অনলাইন ডেস্ক-ঃ

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানব পাচারকারী।

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানব পাচারকারী পরিবারের সদস্যরা। এ ঘটনায় আরও ৪ আফ্রিকান নাগরিক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট মানবপাচারকারীর মৃত্যুর বদলা হিসেবে তার পরিবার এ হত্যাযজ্ঞ চালায় বলে খবরে প্রকাশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য লিবিয়া অবজারভার’ নিজেদের ফেসবুক পেজে জানায়, নিহত বাংলাদেশিরা মিজদা শহরে নিহত ওই মানবপাচারকারীর জিম্মি ছিলেন।
দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এর আগে গত মঙ্গলবার (২৬ মে) রাতে কোনোভাবে ওই পাচারকারী জিম্মি অভিবাসীদের হাতে খুন হন। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সহযোগী ও আত্মীয়স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান।
এ ঘটনায় আরও ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button