জেলার খবর

বাঁশখালীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি: মামলার প্রস্তুতি চলছে।

এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)

বাঁশখালীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি: মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কে দিনে-দুপুরে দু:সাহসিকভাবে চুরি হয়েছে সাংবাদিকের মোটর বাইক। সাংবাদিকের মোটর বাইক চুরিতে বিস্ময় প্রকাশ করেছে সুশীল সমাজ।

২৩ আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার প্রধান সড়ক সংলগ্ন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার গেইট থেকে দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক মানবকন্ঠের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের মোটরসাইকেলটি চুরি হয়।

এ ঘটনায় বাঁশখালী থানায় একটি সাধারন ডাইরী দাখিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক মিজান বিন তাহের।

মু.মিজান বিন তাহের বলেন, বেলা সাড়ে ১২ দিকে জলদী মখজনুল উলুম বাঁশখালী বড় মাদ্রাসার কাজে মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা রিদুওয়ান গাড়িটি নিয়ে চাম্বল মাদ্রাসায় যান। চাম্বল মাদ্রাসার গেইটের সামনে তিনি লাল রঙের ১২৫ সিসি হিরো হোন্ডা ইগনিটর মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-হ ১৬-৬২০৬) তালা দিয়ে মাদ্রাসার ভিতরে যান। দশ মিনিট পরে খতীব রিদুয়ান মাদ্রাসা থেকে বের হয়ে দেখেন তাঁর রেখে যাওয়া মোটরসাইকেলটি নেই।

সাংবাদিক প্লেট লাগানো মিজান বিন তাহেরের মোটর সাইকেলটি এভাবে দিনে-দুপুরে উপজেলার প্রধান সড়ক থেকে চুরি হওয়ায় বাঁশখালীর সুশীল সমাজ হতবাকের সাথে বিস্ময় প্রকাশ করেছে। তাঁরা অবিলম্বে মোটর বাইকটি উদ্ধার এবং চোরদের পাকড়াও করতে প্রশাসনের আন্তরিক তৎপরতা প্রত্যাশা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button