জেলার খবর

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

পাইকগাছায় গত প্রায় ১ বছরে ৭৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫৬ জন।

বৃহস্পতিবার সকালে পৌর ভবনে নিরাপদ সড়ক চাই (নিসচা) দক্ষিণাঞ্চল শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য তুলে ধরেন মেয়র সেলিম জাহাঙ্গীর।

মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্সের বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা মূলক বেপরোয়া গাড়ী চালানোর প্রবণতা, চালকদের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতার অভাব, ফিটনেস বিহীন গাড়ী চালানো, আইন না মানা ও আইনের প্রয়োগ না থাকা এবং পথচারীদের সচেতনতার অভাব সহ নানা কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। ২০২০ সালের ডিসেম্বর হতে ২০২১ সালের ২০ অক্টোবর পর্যন্ত অত্র উপজেলায় ৭৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে শিশু সহ ১২ জনের করুন মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছে ৫৬ জন।

স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন সূত্রের মাধ্যমে সড়ক দুর্ঘটনার এ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। এসময় উপস্থিত ছিলেন, নিসচা দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, কাউন্সিলর কবিতা দাশ, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, রবি শংকর মন্ডল ও আব্দুল গফফার মোড়ল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button