ধামরাইয়ে শোকাবহ আগষ্ট মাসে জয়পুরা ও বাথুলীতে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
ধামরাইয়ে শোকাবহ আগষ্ট মাসে জয়পুরা ও বাথুলীতে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (২২শে আগষ্ট) ধামরাই উপজেলার জয়পুরা ও বাথুলীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক শোক অনুষ্ঠানের আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা ২০ ধামরাই এর মাননীয় সফল সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয়ের।
এ’সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু।
ধামরাই জয়পুরায় ধামরাই উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি শ্রী খগেশ চন্দ্র রাজবংশী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শ্রী দুলাল সরকার সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ’শোক সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
অপর এক শোক সভার অনুষ্ঠান ধামরাইয়ের বাথুলীতে ধামরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি ডাঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু।
এ’সময় আরো উপস্থিত ছিলেন গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাদের মোল্লা, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভাগুলোর আলোচনা সভায় বক্তারা জাতির জনকের বর্ণিল রাজনৈতিক জীবন এর উপর বিস্তারিত আলোচনা শেষে জাতির জনক ও ১৫ই আগষ্ট ১৯৭৫ সালের রাতের অন্ধকারে নিহত হওয়া সকল শহীদদের খুনীদের অবিলম্বে দেশে এনে আদালতের রায় অনুযায়ী ফাঁসি কার্যকর করা সহ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।