জেলার খবর

রূপগঞ্জ মাসাব ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপার্থী রাসেল সিকদারের একান্ত সাক্ষাত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জ মাসাব ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপার্থী রাসেল সিকদারের একান্ত সাক্ষাত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভা মাসাব ৩ নং ওয়ার্ডে ব্রিজ মার্কা প্রতীকে এবারের আসন্ন তারাব পৌরসভা নির্বাচন কাউন্সিলর পদপার্থী মোঃ রাসেল সিকদার। সবার কাছে দোয়া চায়।

পুনরায় আবারও আসন্ন নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর বিজয়ী হয়ে সবার জনপ্রতিনিধি হিসেবে থাকতে চায় , সবার ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে। এলাকার উন্নয়নের সেবক হতে চায়। তিনি নিউজ জাতীয় বাংলাদেশ পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাতকারে কাউন্সিলর পদ পার্থী রাসেল বলেন, করোনা মহামারিকালে ঘরে বসে না থেকে ছুটে গিয়েছি সবার কাছে।

এলাকার জনগণের খোঁজ খবর নিয়েছি , ত্রাণ সামগ্রী বিতরণ করেছি দুঃখি মানুষ গুলির কাছে। সকল শ্রেণীর মানুষের মধ্যে জন সচেতনতা বৃদ্ধি করেছি মাস্ক ও সাবান বিতরণ করছি , মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দোস্তগীর আদেশ নির্দেশ দায়িত্বসহ পালন করেছি গোলাম মূর্তজা পাপ্পা ভাই আমার অভিভাবক তার তার নির্দেশে আমি এলাকাতে উন্নয়নে কাজ করে থাকি তিনি গরীবের বন্ধু তারুণ্যের অহংকার আওয়ামী লীগের আত্ত্বনিবোদিত প্রাণ এবং তারাব পৌর মেয়র হাছিনা গাজীর নির্দেশে সবার মাঝে ছুটে গিয়েছি গাজী পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, এবং চিরো কৃতজ্ঞ আমি তারাব পৌর আওয়ামী সাধারণ সম্পাদক হাজ্বী মোস্তাফিজুর রহমান মোল্লার কাছে। জনপ্রতিনিধি হিসেবে সবসময় জনগণের পাশে থাকতে চাই।

আমাকে পুনরায় আবার বিজয়ী করলে জনসেবার আরেকবার সুযোগ পাবো অপূরণীয় কাজ গুলো আবার পরিপূর্ণ করবো আমি এলাকার বিভিন্ন সমস্যা গুলো সমাধান করতে সক্ষম হয়েছি। বিপদে পড়লে মানুষ পাশে গিয়ে দাঁড়িয়েছে কেউ আমার কাছে আসলে খালি হাতে ফেরিয়ে দেইনি মানুষ মাঝে সাহায্য পৌঁছে দিয়েছি নির্বাচনের আগে অনেকেই অনেক কথা দেয় কয় জন রাখে তাদের ওয়াদা আমি আমার কথা রেখেছি ওয়াদার বরখেলাফ করিনি আমি জনগণের ভালোবাসা পেয়েছি তারা আমাকে আবার পুনরায় জন প্রতিনিধি হতে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

সকলের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য। আপনাদের কাছে গাজী পরিবারের জন্য দোয়া চাই গাজী পরিবার আমাদের অহংকার। আমি আবার বিজয়ী হয়ে সবার মাঝে থাকবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button