জেলার খবর

রূপগঞ্জ তারাব পৌর সভা বরপা ৬নং ওয়ার্ড স্টাণ হতে কবরস্থান পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় পরিনিত।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

রূপগঞ্জ তারাব পৌর সভা বরপা ৬নং ওয়ার্ড স্টাণ হতে কবরস্থান পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় পরিনিত।

নারায়ণগঞ্জ রূপগঞ্জে তারাব পৌর সভা বরপা ৬নং ওয়ার্ড মেইন রাস্তা যেই রাস্তায় চলাচল করে ছোট বড় যানবাহন সিএনজি অটোরিকশা রিক্সা ভ্যান ট্রাক মাঝে মাঝে বাস গাড়ীও চলাচল করতে দেখা যায় টানা বৃষ্টির পানি আর মহামারী করোনা ভাইরাসের কারণে রাস্তার সংস্কার উন্নয়নের কাজ চলমান থাকতে পারেনি হাল ছেড়ে দিয়েছে।

তাই কাজ বন্ধ থাকার কারণে দীর্ঘ সময় অবহেলায় অবহেলায় রাস্তার অবস্থা দিন দিন চরম বিপর্যয়ের মাঝে পরে গেছে ভাঙতে ভাঙতে রাস্তার মাঝে গর্তে পরিনিত হয়েছে পথচারীরাসহ সাধারণ জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় এতিম হয়ে পরে রয়েছে।

জনপ্রতিনিধিদের কোনো সারা নাই বললেই চলে। তারা টাকা কামিয়ে অট্টালিকায় চরম আরামে শান্তিতে জীবন যাপন করছে। এই দিকে মরছে গরীব খেটে খাওয়া মানুষ গুলো পথচারী ও এলাকাবাসীগন ছোট বড় বৃদ্ধ সকলে বুকভরা অভিমান ও কষ্ট নিয়ে রাস্তা ঘাটে দোকানে বাজারে কর্মস্হানে জীবিকার তাগিদে ছুটে চলছে
রাগে গালি গালাস করছে আর দিচ্ছে অভিশাপ। কবে হবে রাস্তা ঘাটসহ এলাকার উন্নয়ন।

রাস্তায় চলার পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের কখনো গাড়ী সিলিপ খাচ্ছে কখনো গাড়ী উল্টে যায় নৌকার ন্যায় গাড়ী এদিক সেদিক দোলে এ যেনো পদ্দা নদীর ঢেউ। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছে কখন জানি কি হয়ে যায়।

পথচারী ও যাত্রীদের ভোগান্তি চরমে। রাস্তা দিয়ে যেই চলে সেই পরে যায় সরমে। রাস্তা ঘাটের উন্নয়ন চায় পথচারীসহ সর্বস্তরের জনগণ সরকারের মহান মানবিক মানবতার আচরণে সাধারণ জনগণ সন্তুষ্ট।

সারা দেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে মহামারী করোনার প্রভাব পরেছে রাস্তা ঘাটহ সব জায়গাতেই। বরপাবাসীদের উপর তেমনভাবে করোনার প্রভাব পারেনি সবাই অক্ষত অবস্থায় টিকে রয়েছে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে রাস্তাঘাট থেমে গিয়েছে উন্নয়নের কাজ।

বরপা স্টান হতে কবরস্থান পর্যন্ত রাস্তা খুবই বেহাল অবস্থায় পরিনিত হয়ে পরেছে। উচা নিচা বড় বড় গর্তে পরিনিত হয়েছে ভয়ানক পরিস্থিতি এই চরম দুর্ভোগ থেকে যথাসম্ভব উন্নয়নের কাজ করার জন্য জানিয়েছেন এলাকাবাসীগন দীর্ঘস্থায়ী না করে।

মাননীয় মেয়র মহোদয় ও মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ রাখার অনুরোধ জানিয়ে মাননীয় সরকার কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ ও পথচারীগন। একমাত্র আওয়ামী লীগ সরকাররই পারছে দেশের উন্নয়ন করে যেতে! তাই বিলম্ব না করে অচিরেই রাস্তার সংস্কারক চায় জনসাধারণ। অতি তাড়া তাড়ি রাস্তার উন্নয়ন চায় সরকারের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button