পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়।
খুলনার পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্য বিধির বাস্তবায়নের লক্ষে আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজন কে জরিমানা করা হয়।
একইভাবে পাইকগাছা – খুলনা সড়কে যাত্রীবাহী পরিবহণ এবং বাসে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না থাকায় ও অতিরিক্ত যাত্রী বহন করার জন্য সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।
এ সময় স্বাস্থ্য সুরক্ষা পণ্যের বিক্রয় মূল্যের চেয়ে দাম বেশি নেওয়াই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সি এ দিপংকর ও পাইকগাছা থানা পুলিশ ।