মুজিব বর্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন চলমান কার্যক্রম।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
মুজিব বর্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন চলমান কার্যক্রম।
◾মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে যখন বিপর্যস্ত পুরো দেশবাসী তখন হিন্দু মহাজোট প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পৌছে গেছে জনগনের দোরগোড়ায়।
◾বিভিন্ন শ্মশানে প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী(পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, গামবুট) দিয়ে সহায়তা প্রদান করেছে হিন্দু মহাজোট।
◾১লা বৈশাখ থেকে দেশের বিভিন্ন জায়গায় গরীব কৃষকের ধান ও বিভিন্ন শষ্য ঘরে তুলে দিয়েছেন হিন্দু মহাজোটের নেতাকর্মীরা।
◾করোনাভাইরাসে আক্রান্ত পরিবারকে নগদ (টাকা) খাদ্য(চাল) সহায়তা দিয়েছে হিন্দু মহাজোট।
◾দেশব্যাপী “সৎকার সেবা কর্যক্রম” চালু করেছে মহাজোটের সেচ্ছাসেবীরা৷
◾ করোনাকালে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে মৃত্যু ঝুঁকি কমাতে বিনামূল্যে আর্সেনিকাম এ্যালবাম ৩০ বিতরণ করেছে হিন্দু মহাজোট।
◾করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে হিন্দু মহাজোট পুরো দেশব্যাপী বিতরণ করেছে বিভিন্ন সুরক্ষাসামগ্রী।
◾করোনাকালে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আইনজীবীরা।
◾করোনাকালেই হিন্দু মহাজোট ডক্টরটীম গঠন করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে।
◾দেশব্যাপী বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে হিন্দু মহাজোট লক্ষাধিক বৃক্ষরোপন করেছে।
◾১লা জানুয়ারী থেকে ৩০জুলাইয়ের হিন্দু নির্যাতনের তালিকা প্রকাশ করেছে হিন্দু মহাজোট (সংবাদ সম্মেলন করে) এবং প্রত্যেকটা হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিন্দু মহাজোট।
সর্বোপরি,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট একটি হিন্দুধর্মীয়, মানবসেবামূলক ও অরাজনৈতিক সংগঠন। ধর্মীয় উৎসবাদি সুন্দর ও সুষ্টভাবে উদযাপন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্টা, ধর্মীয় সংস্কৃতির বিকাশ,ধর্ম প্রচার, ধর্মীয় পুস্তকাদি প্রকাশ,ধর্মীয় শিক্ষাদান,ধর্মীয় আচার- অনুষ্ঠান পালন,বর্ণবৈষম্যের অবসান,যৌতুক প্রথার অবসান,অসবর্ণে বিবাহদানে উৎসাহিত করা ও সাহায্য প্রদান সহ মানবাধিকার,সংবিধানে সমঅধিকার নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ ও জাতির সেবায় আত্মানিয়োগ এবং সমাজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাই সংগঠনটির মূল লক্ষ্য বলে জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।