পাইকগাছায় পুকুরে বিষাক্ত বর্জ্য ফেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ক্ষতিসাধন ; থানায় সাধারণ ডায়েরি।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছায় পুকুরে বিষাক্ত বর্জ্য ফেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ক্ষতিসাধন ; থানায় সাধারণ ডায়েরি।
পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে ফিল্টারিংয়ের নোংরা বর্জ্যের বিষাক্ত পানি পুকুরে ফেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ঘটনাটি রবিবার দুপুরে পাইকগাছার গোপালপুর গ্রামের সরল বাজারের পার্শ্বে বান্দিকাটি পুকুরে এমন ঘটনাটি ঘটেছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানাযায়, উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলি গাজির পুত্র মোঃ আব্দুস সালাম খুলনা জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে বান্দিকাটির এ পুকুরটিতে গত ৩বছর যাবৎ মৎস্য চাষ করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে রবিবার দুপুরে নবলোক কর্তৃক নির্মিত খাবার পানির ফিল্টারের ফিল্টারিংয়ের বর্জ্যের নোংরা পানি উক্ত ইজারাকৃত পুকুরের ভিতরে ঢুকিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে। এতে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধিত হয়। সংবাদ পেয়ে ইজারাদার আঃ সালাম ঘটনাস্থলে পৌঁছে দেখে নবলোক কর্তৃক ফিল্টারিংয়ের নোংরা পানি পুকুরে ঢুকিয়ে দিয়েছে। পরে তিনি মাছ মেরে ফেলার ঘটনা উপস্থাপন করে এর কারণ জানতে চাইলে তারা তাকে মারপিট করে ফোলা জখম করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ইজারাদার আব্দুস সালাম বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে। যার নং-১০৫,তাং-৩/৮/২০২০