জেলার খবর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ দীর্ঘ ২৬ বছর ধরে কারাবন্দি থাকা অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে।

আজহার সরকার, জেলা প্রতিনিধি-(গাজীপুর)

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ দীর্ঘ ২৬ বছর ধরে কারাবন্দি থাকা অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে।

জানা যায়, মোঃ হানিফ (৭০) নামের ওই কয়েদী একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন ।

সোমবার (০৩ আগস্ট) ভোররাতে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কারাগারসুত্রে জানা যায়, তিনি নরসিংদীর পলাশ থানাধীন মাঝেরচর এলাকার রহিম উদ্দিনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে অ্যাজমা রোগে অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ।

রাতে তার অবস্থার অবনতি হলে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয় হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করেন।

শিবপুর থানায় তার বিরুদ্ধে মামলা ছিল। ওই মামলায় ১৯৯২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। এই কারাগারে তার কয়েদি নম্বর ৫০৪১ ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button