সোনারগাঁয়ে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন এমপি খোকা।
সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
সোনারগাঁয়ে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন এমপি খোকা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার বিকেলে সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনার বাংলা যুব কল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ উল্লাহ, সোনার বাংলা যুব কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরাসহ প্রমুখ।