জেলার খবর

জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এওয়ার্ড প্রদান।

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এওয়ার্ড প্রদান।

জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে অদ্য ২৪ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।

এওয়ার্ড প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ হলেন- জনসেবায় অসামান্য অবদান ও সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবদান রাখায় অফিসার অব দি ইয়ার-২০২০ সহকারী কমিশনার জনাব মোঃ সম্রাট হোসেন; জনসেবায় অসামান্য অবদান ও সেবা সহজীকরণে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখায় বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড-২০২০ সহকারী কমিশনার জনাব মো: রিফাতুল হক; ই-নথি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর জনাব শাহীনুর রহমান; মিডিয়া সেল এওয়ার্ড-২০২০ পেয়েছেন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর জনাব পিন্টু চন্দ্র দাস; রাজস্ব আদায় এবং ভূমি সংক্রান্ত সেবা প্রদানে অসামান্য অবদান রাখায় বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড (স্টাফ)-২০২০ জনাব আজিজুর রহমান বাহাদুর; সরকারি স্বার্থ সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে আইনী সহায়তা প্রদানে অবদান রাখায় অফিস সুপার (অবসরপ্রাপ্ত) জনাব মুকুল কান্তি সরকার; স্টাফ (গ্রেড ১১-১৬) অব দি ইয়ার-২০২০ জনাব মো: আতাউর রহমান; কোভিড-১৯ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড (স্টাফ)-২০২০ জনাব মো: ফারুক মিয়া; দাপ্তরিক ও প্রটোকল সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জনাব মো: আব্দুল হাই; দক্ষতার সাথে দায়িত্বপালন করায় গাড়ি চালক জনাব মো: জসিম উদ্দিন; স্টাফ (গ্রেড ১৭-২০) অব দি ইয়ার-২০২০ জনাব মো: ফখর উদ্দিন ও জনাব মো: আব্দুল মালেক। উক্ত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: জসীম উদ্দিন; সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের; উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। এরপূর্বে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিএকামইউডিএ, প্রধান সহকারী ও উচ্চমান সহকারীদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button