জেলার খবর

পাইকগাছা হতে সোলাদানা বাজার পর্যন্ত প্রধান সড়কের ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা!

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছা হতে সোলাদানা বাজার পর্যন্ত প্রধান সড়কের ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা!

পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা হতে সোলাদানা বাজার পর্যন্ত প্রধান সড়কের প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে। অথচ জনগুরুত্বপূর্ণ এ সড়কটি নিয়ে যেন কর্তৃপক্ষ নিরব।

উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার মটর সাইকেল স্ট্যান্ড হতে সোলাদানা বাজার পর্যন্ত প্রধান সড়কের প্রায় ৮ কিলোমিটার রাস্তার দুপাশ নীচু ও অনেক জায়গা বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এ রাস্তা দিয়ে পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার হাজার হাজার লোক চলাচল করে, যাতায়াত করে বিভিন্ন প্রকার যানবাহন। এ যানবাহনে করে লোকজন সোলাদানা, দেলুটি, গড়ইখালী, লস্কর ও খুলনা জেলা শহরসহ বিভিন্ন অঞ্চলে আসা যাওয়া করে থাকে। প্রায় ৩ বছর রাস্তাটির অধিকাংশ জায়গা পিচ, ইট খোয়া উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে। একটু বর্ষা হলেই যত্রতত্র পানি জমে থাকে। যত্রতত্র খানা-খন্দে পরিণত হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে। যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহন, তেমনি আহত হচ্ছে লোকজন। কোথাও কোথাও যাত্রী নামিয়ে টেম্পু, ভ্যান, নসিমন করিমন ঠেলে উঠানো লাগে। এভাবে চলতে থাকলে এ ব্যস্ততম সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম এনামুল হক জানান, সোলাদানা ইউনিয়নের এ প্রধান সড়কে স্থানীয় কতিপয় ঠিকাদার রড, সিমেন্ট ও ইট বালি বোঝাই ভারি ট্রাক চালিয়ে রাস্তাটি নষ্ট করছে। নিষেধ করলেও প্রভাব খাটিয়ে ভারী যানবাহন ঢুকিয়ে মালামাল বহন করে রাস্তাটি নষ্ট করে ফেলেছে। এমতাবস্থায় দ্রুত রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button