জেলার খবর

তরুন ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য ধামরাই থানার পুলিশ কর্মকর্তার যুগোপযোগী উদ্যোগ।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ

তরুন ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য ধামরাই থানার পুলিশ কর্মকর্তার যুগোপযোগী উদ্যোগ।

ধামরাই উপজেলার তরুন ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক মোঃ মাসুদুর রহমান নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন।

তরুন,যুবকদের খেলার মধ্যে নিহিত থাকার স্বার্থে স্বদেশপ্রেমী কর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মাসুদুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ।

বর্তমান সমাজের তরুন ও যুবক যখন মেতে উঠেছে মাদকের ছায়ানলে, জেগে উঠেছে ফেসবুক আর নানা কর্মে। পুরোনো সেই স্মৃতি কেন্দ্রীক বিনোদনের পথ ছিল খেলাধূলা। এমনটাই বেছে নিয়েছে সেই সময়কার শৈশব আর কৈশব মুহুর্ত।

বেলা শেষে যখন বর্তমান সমাজ ব্যবস্থার এগিয়ে যাওয়ার মধ্য যুবকের পিছিয়ে পড়ার কারনের মধ্যে রয়েছে ধ্বংসকারী মাদক। সেই পিছিয়ে পড়ার মুহুর্ত গুলোকে সারা জাগিয়ে এগিয়ে এসেছে চমৎকার একটি উদ্যোগে স্থানীয় থানা পুলিশের এক কর্মকর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ,মাসুদুর রহমান। সমাজের বিভিন্ন ভালো ভালো উদ্যোগ গুলোকে সাজিয়ে রাখতে যিনি অসামান্য ভূমিকায় নিজেকে উৎসর্গ করে রাখেন বিভিন্ন ক্ষণে ক্ষণে।

তেমন একটি উদ্যোগে আজ শনিবার (২৫শে জুলাই) ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলায় মনোনিবেশ এমন তরুন, যুবকদের ফুটবল উপহার দেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন) মোঃ মাসুদুর রহমান। তার এই উদ্যোগ স্বাগত জানিয়ে প্রত্যাগত ভাবে উপজেলার বিভিন্ন এলাকায় তরুনদের খেলায় মনোনিবেশ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। শুধু তাই নয় এই পুলিশ কর্মকর্তা বলেন যেখানে খেলার সুযোগ রয়েছে সেখানে সমাজের বিত্তবানদের এগিয়ে এসে যুবকদের মাঝে খেলার সামগ্রী উপহার দিলে তারা খারাপ মুহুর্ত গুলো ছেড়ে সমাজের ভালো কাজে নিজেদের বিলিয়ে দিতে সক্ষম হবে।
এগিয়ে যাক তরুন, এগিয়ে যাবে দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button