শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নির্য়াতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে
মোঃ আলা উদ্দিন, দোয়ারি উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নির্য়াতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নির্য়াতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দোয়ারাবাজার উপজেলা শাখা।
বিকাল ৪টায় শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির সংলগ্ন ছাতক দোয়ারা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পূজা উৎযাপন পরিষদের সভাপতি সোনাধন দে, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস, পুজা উদযাপন কমিটির সহ সভাপতি ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, জেলা কমিটির সদস্য গৌরাঙ্গ লাল শিকদার, বিশিষ্ট ব্যাবসায়ী দিপক রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক প্রতাব রঞ্জন দাস, রিংকু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক হরিধন দাস, দপ্তর সম্পাদক চিত্ত রঞ্জন দাস,চন্ডি দাস, গোপাল বৈষ্ণব, দুর্গা পুজা উৎযাপন কমিটির সভাপতি দয়াময় সুত্রধর, সহ সভাপতি রাবানন্দ্র বিশ্বাস, নিকিল সুত্রধর, বিনয় তালুদার, হিন্দু যুব পরিষদের নির্বাহী সভাপতি মন্তুষ দাস, রাজেন্দ্র দাস, পরেশ দাস, বলরাম দাস, ছাত্রলীগ নেতা নিউটন দাস সয়ন, আকাশ দাস, সজীব ধর, সৌরভ দাস, জগদীশ দেবনাথ প্রমুখ।