বসুরহাট পৌরসভার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টায় পৌরসভা কার্যালয়ে ৮৩ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
চলতি অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে সরকারি অনুদান,উন্নয়ন খাতে সরকারি অনুদান, প্রকল্প সহায়তা খাতে ৮৩ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকা আয় দেখানো হয়।রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৯৯৬ টাকা,উন্নয়ন ব্যয় ৫৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় দেখানো হয়।সমাপনি স্থিতি ২ কোটি ৮৫লাখ ৪৮ হাজার ৫৪৫ টাকা।
এ সময় মেয়র ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি মডেল পৌরসভায় উন্নীত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সচিব মো.হালিম উল্যাহ,বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, মো.নুরনবী সবুজ প্রমূখ।