ধামরাই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান।
রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি -ঃ
আজ বৃহস্পতিবার ৭ই মে ২০২০ খ্রীস্টাব্দ ঢাকা জেলাস্হ ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে সামজিক নিরাপত্তা বজায় রেখে,বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী ভাতা প্রায় ৩৫০ ভাতাভোগীকে ধামরাই সোনালী ব্যাংকে তত্ত্বাবধানে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব জনিত কারনে ধামরাই ইউনিয়ন পরিষদে সামনে দেওয়া হয়।
প্রতিটি টি ভাতাভোগী বয়স্ক ও বিধবা ৩০০০ করে প্রতিবন্ধীরা ৪৫০০ করে পেয়েছে। আজ দেওয়া হয় ধামরাই ইউনিয়ন পরিষদের ১,২,৩,৪নং ওয়ার্ড পর্যন্ত, কিছু টা হলেও ভুক্তভোগীদের যাতায়াত ব্যয় ও কষ্ট লাঘব হয়েছে ইউনিয়ন পরিষদে এনে দেওয়াতে ধন্যবাদ জানান মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, ও ধামরাই মাটি ও মানুষের নেতা, ঢাকা ২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ সাথে ধন্যবাদ জানান ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন এর জাবিয়ান ভাই সোনালী ব্যাংকের ম্যানেজার ধামরাই শাখার, ইতিহাসের জিয়াউর রহমান খান মহোদয়কে।