নোয়াখালী পুলিশের ফেসবুক পেইজ থেকে জানা যায়,
গত ১০/০৭/২০২০ খ্রিঃ বিকাল ০৪ঃ৩০ ঘটিকার সময় নোয়াখালী পুলিশ লাইন্সের ১নং গেইটে দায়িত্ব পালন কালে কনস্টেবল/১১৭৩ মোঃ সুমন খান গেইটের সামনে মাইজদী জেল খানা রোডের ওপর কিছু টাকা পড়ে থাকতে দেখেন। গুণে দেখতে পান সেখানে ২০,০০০ (বিশ হাজার) টাকা রয়েছে। তাৎক্ষণিক তিনি টাকা প্রাপ্তির বিষয়টি ঊর্ধ্বতন অফিসার কে অবগত করেন। কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে রাস্তায় কিছু খুঁজতে দেখে কনস্টেবল সুমন কি খোঁজেন জিজ্ঞাসা করলে লোকটি ২০,০০০ (বিশ হাজার) টাকা হারিয়েছেন মর্মে জানান। প্রাপ্ত টাকার সাথে লোকটির বর্ণনার মিল থাকায় জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর নির্দেশক্রমে কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিক জনাব মোঃ হারুনুর রশিদ (৪৫), পিতা- আজিজ উল্যা, সাং- ছোট হোসেন পুর. পোষ্ট- রাজগঞ্জ, থানা- বেগমগঞ্জ, নোয়াখালী কে বুঝিয়ে দেওয়া হয়। করোনার ক্রান্তিকালে সৎ ও মানবিক পুলিশের আরেকটি নজির সৃষ্টি করল নোয়াখালী জেলা পুলিশ। নোয়াখালী জেলা পুলিশ করোনা কালে এক উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলেন বলে সচেতন নাগরিকরা জানান।