খুলনার পাইকগাছায় শ্লীলতাহানীর ঘটনায় বিপ্লব মন্ডল বান্টু (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।
এ কে আজাদ, খুলনার পাইকগাছা, প্রতিনিধি-ঃ
পাইকগাছায় শ্লীলতাহানীর ঘটনায় বিপ্লব মন্ডল বান্টু (১৯) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার কুমখালী গ্রামের মৃত প্রশান্ত মন্ডলের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, দাকোপ উপজেলার কামিনীবাসিয়া গ্রামের গোষ্টপদ গাইনের মেয়ে পাইকগাছায় মামার বাড়ীতে থেকে লেখাপড়া করে আসছিল। সে কুমখালী গ্রামের মুকুন্দ বিশ্বাসের ভাগ্নি ও কুমখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ১ মে বিকেল ৪টায় বিল থেকে গরু নিয়ে বাড়ী ফেরার সময় ওৎপেতে থাকা ঝন্টু তাকে ফাঁকা পেয়ে ঝাপটে ধরে শ্লীলতাহানী ঘটায়।
ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের মামা মুকুন্দ বিশ্বাস সোমবার বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পুলিশ ঐদিন সন্ধ্যায় আসামী ঝন্টুকে গ্রেপ্তার করে। ওসি এজাজ শফী জানান, যৌণ নিপীড়ন ঘটনায় জড়িত ঝন্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।