লাইফ স্টাইল

পুরাতন গাড়ি নাকি রিকন্ডিশন গাড়ি কোনটি ভালো?

পুরাতন গাড়ির থেকে আমি মনে করি রিকন্ডশনিং বা সেকেন্ড হ‍্যান্ড গাড়ি কেনাই শ্রেয়। এগুলোতে আপনি একটু হলেও স্বস্তি পাবেন। শুধু তাই নয়, এগুলোর মধ‍্যে থাকা বাকি সমস্ত সুযোগ সুবিধা আপনাকে এতটুকু মানতে বাধ‍্য করবে যে, এসব গাড়িতে থাকা মাল-মশলা পুরাতন গাড়ির চাইতেও ভালো। পুরাতন বা রিকন্ডিশন গাড়ি গুলো ক্রয়ের আগে আপনাকে আরও কিছু জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এর পাশাপাশি পুরাতন গাড়িও আপনার মার্কেট ভ‍্যালু বা বাজার মূল‍্য বৃদ্ধি করে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

পুরাতন গাড়ি নাকি রিকন্ডিশন গাড়ি: কোনটি ভালো?

পুরাতন গাড়ি কিনতে হলে আগে দেখতে হবে গাড়ির কন্ডিশন কেমন? এছাড়াও দেখতে হবে, গাড়ির চেহারা, গাড়ির এক্সটেরিয়র, ইন্টেরিয়র এগুলো কেমন এবং কন্ডিশন কেমন ইত্যাদি।

 

এছাড়াও, গাড়ির রেজিস্ট্রেশন, ডকুমেন্টেশন, ট‍্যাক্স, টোকেন, ইন্স‍্যুরেন্স, ফিটনেস, ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন, হুইল অ‍্যালাইনমেন্ট, চেসিস কন্ডিশন, আন্ডার বডি ইত্যাদি ফিটিংস গুলো ও চেক ইন করে দেখতে পারেন। তবে চেসিস চেক করা অতীব জরুরি কেননা, চেসিসে সমস‍্যা আছে এরকম গাড়ি কোনভাবেই ক্রয় করা যাবেনা।

 

হাইব্রিড গাড়ি ক্রয়ের ক্ষেত্রেও গাড়ির ব‍্যাটারির অবস্থাও পরীক্ষা করে নেওয়া উচিত। কেননা, অনেক সময় গাড়ির ফিটনেস ভালো না হলে এটি অনেক ক্ষেত্রেই সমস‍্যার সৃষ্টি করে থাকে।

বাংলাদেশে আমদানি হওয়া গাড়িগুলোর প্রায়ই ৭৫%-ই রিকন্ডিশনড বা পুরাতন গাড়ি। ১ থেকে ৫ বছরের পুরোনো এসব গাড়ি আমদানি খাতে কাস্টমসের শুল্ক বাবদ আয় হয় প্রায়ই ৫ হাজার কোটি টাকারও বেশি। আমদানির বাকি ২৫ শতাংশ গাড়িগুলো হয়ে থাকে একেবারেই ব্রান্ড নিউ। তাই জাতীয় রাজস্ব বোর্ডের তথ‍্য মতে, এসব গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ২০২২-২৩ অর্থবছরে জুলাই থেকে মে পযর্ন্ত ১১ মাসে ১৭ হাজার ৫০৯ টি গাড়ি আমদানি হয়েছে। তাই রিকন্ডিশনড গাড়িই আমার মতে অন‍্যান‍্য সমস্ত গাড়ি থেকে ভিন্ন এবং আলাদা।

মাইলেজ পরীক্ষা

যে কোন রিকন্ডিশনড বা রিপেয়ারিং গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি নজর দিতে হয় মাইলেজের উপরে। তাই আপনি যতো বেশি মাইলেজের উপরে নজর দিবেন ততোই আপনার গাড়ির ভ‍্যালু বৃদ্ধি প্রাপ্ত হবে। এবং ভবিষ্যতেও আপনার এটি নিয়ে কোন সমস‍্যায় পরতে হবেনা। পুরাতন গাড়ির মাইলেজ রিকন্ডিশনড গাড়ির থেকে কম থাকে। এ ধরনের গাড়িগুলো সাধারণত ফ্রেশ কন্ডিশনড থাকেনা বেশিরভাগ সময়। তবে সেকেন্ড হ‍্যান্ড গাড়িগুলো দেখা যায় যে, কেউ এক কি দুই বছর ব‍্যবহার করে আর ব‍্যবহার করেনা। ফলে এটি আপনাকে ঠিক নতুন গাড়ির মতোই সার্ভিস প্রদান করে থাকবে।

গাড়িটি কত পুরোনো

আপনার ক্রয়কৃত গাড়িটি ঠিক কতটুকু পুরোনো সেটি নিয়েও চিন্তা করতে হবে। কেননা, গাড়ি একটি দীর্ঘকালীন বিনিয়োগ। এখন এটি রিকন্ডিশনড হোক কিংবা সেকেন্ড হ‍্যান্ড। এটিকে ভালোভাবে দেখেশুনে কিনে নেওয়াটাই বাঞ্চনীয়। সেকেন্ড হ‍্যান্ড গাড়ি কিনতে গেলেও দেখা যাবে যে, এটির বয়স কেমন সেদিকে ঠিকঠাক লক্ষ্য রাখতে হবে। কেননা, অনেক কিছু’ই গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে থাকে।

মন্তব‍্য 

উপরে বর্ণিত সমস্ত বিষয়গুলো বিবেচনায় রেখে আপনি আপনার ইচ্ছেমতো যে কোন একটি গাড়ি ক্রয় করে নিতে পারেন। তবে আমার ধারণা মতে, পুরাতন গাড়ি হোক বা রিকন্ডিশন গাড়ি সমস্ত কিছুই আপনার ইচ্ছে নির্ভর। আপনি চাইলে আপনার ইচ্ছেমতো যে কোন একটি বেছে নিয়ে ক্রয় করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button