শিক্ষাঙ্গন

শিক্ষাখাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২১-’২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে ৮১ হাজার ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা।

চলতি অর্থবছরের তুলনায় আসন্ন অর্থবছরের বাজেটে মোট ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-’২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষাখাতে এই বরাদ্দ প্রস্তাব করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য এবছর ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের জন্য বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৯ হাজার ১৫৩ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button