জেলার খবর

নোয়াখালীতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

নোয়াখালীতে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত ” মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ( বিএনএফ) এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায়,নোয়াখালী জেলায় কর্মরত ২৫ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহণ করেন।

বেগমগঞ্জ কালচারাল একাডেমি ভবনে মঙ্গলবার জেলার প্রবীণ সাংবাদিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি হরলাল ভৌমিক এর সভাপতিত্বে ও ৭১ টিভির প্রতিনিধি মিজানুর রহমান এর পরিচালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান শিকদার (পিপিএম)।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিক সামছুল হাসান মিরন,মেজবাহুল হক মিঠু, নাসির উদ্দীন মাহমুদ বাদল,তাজুল ইসলাম মানিক ভুঁইয়া,মাসুদ পারভেজ,হানিফ ভূঁইয়া, মাহবুবুর রহমান,আমিরুল ইসলাম হারুন,মোজাম্মেল হোসেন কামাল,নাজিম উদ্দিন মিলন,ইয়াকুব নবী ইমন,মোঃ ফখর উদ্দিন,রফিকুল ইসলাম সুমন,মনির হোসেন সজীব,রুমানা ইসলাম,আজিজ আহমেদ সহ জেলার সর্বমোট ২৫ জন সিনিয়র সাংবাদিক অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণ কারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button