নন্দীগ্রাম মাদ্রাসার জমি ইজারা ছাড়াই চাষাবাদ শুরু।
বগুড়ার নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার শত বিঘার অধিক জমি ইজারা ছাড়াই কিছু স্বার্থন্বেষী মহল চাষাবাদ শুরু করেছে।
অত্র উপজেলাধীন নুন্দহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার দাতা, অভিভাবক ও শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তিবর্গ অত্র মাদ্রাসাটি ১৯৪৭ইং সালে এলাকার মানুষের জমি জমা ও টাকা পয়সা দানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
মাদ্রাসাটিতে বর্তমানে একশত বিঘার অধিক চাষযোগ্য জমি রয়েছে, যা প্রত্যক বছর বাংলা সনের ১৫ই জ্যৈষ্ঠ তারিখের মধ্যে ইজারা প্রদানের করা হয়ে থাকে। কিন্তু এবছর এখনও উক্ত জমি গুলো ইজারা প্রদানের কোন গ্রহন করা হয়নি। কেউ কেউ কিছু জমি ইজারা না হতেই নিজেদের ইচ্ছামত চাষাবাদ শুরু করে দিয়েছে। যাতে করে মাদ্রাসাটি আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে এলাকাবাসী মনে করে।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছে।