জেলার খবর

বেনাপোলে ৩০ লক্ষ টাকার ঔষধ-পণ্য সহ কাভার্ডভ্যান আটক

যশোর প্রতিনিধিঃ

বেনাপোলে ৩০ লক্ষ টাকার ঔষধ-পণ্য সহ কাভার্ডভ্যান আটক

বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে ঔষধ ও থ্রি-পিস সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা।

বুধবার (২৫ আগষ্ট) দুপুরে বেনাপোল বন্দরের ৯নং গেট এলাকা থেকে এ ঔষধের চালানটি আটক করা হয়।
তবে, এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এসএম শামীমুর রহমান জানান, একটি কাভার্ডভ্যান বিপুল পরিমাণ ঔষধ নিয়ে ৯নং গেট এলাকায় অবস্থান করছে। এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান (ঢাকা মেঃ ন-১৩-৬৪০৮) আটক করা হয়। পরে, কাভার্ডভ্যান থেকে ১০ প্যাকেজ বৈধ কাগজপত্র বিহীন আনুমানিক ৩০ লক্ষ টাকার থ্রি-পিস, ক্রিম, তিনটি দেশী কোম্পানি SKF, ACI, beacon pharma ও ভারতের কোম্পানির কোভিড ১৯ এর ঔষধ পাওয়া যায়।

বর্তমানে কাভার্ডভ্যান ও উদ্ধারকৃত পণ্য কাস্টমস হেফাজতে রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button