জেলার খবর

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সু’জনগোষ্ঠী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রশিদুল ইসলাম টিপু, দিনাজপুর প্রতিনিধিঃ

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সু’জনগোষ্ঠী
-মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সু¯’ জনগোষ্ঠী। এজন্য মানুষকে ধূমপান ও তামাকের ভয়াল নেশা থেকে দূরে রাখতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার ক্রমশ কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, এক গবেষণায় জানা গেছে, তামাক সেবনের ফলে সৃষ্ট বিভিন্ন রোগ যেমন: হৃদরোগ, ক্যানসার, স্ট্রোক, ডায়াবেটিস ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে বছরে ৮০ লক্ষাধিক ও বাংলাদেশে এক লাখ ৬১ হাজারের অধিক মানুষ মারা যায়।

তাই আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে তামাকমুক্ত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়।
মঙ্গলবার (৩১ মে ২০২২) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।

এর আগে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে মায়েদের মাঝে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button