স্বাস্থ্য ও চিকিৎসা

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও মৃত্যু ১ জনের , শনাক্ত ২৩৯

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ২৩৯ জন। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। আজ সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে।

এর আগে রবিবার (১৩ মার্চ) দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছে ২৩৩ জন। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৬৫ হাজার ৭১৮ জনে। একই সময়ে সারাবিশ্বে আরও শনাক্ত হয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৬০৬ জন। এতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮১ লাখ ৫২ হাজার ১৬৯ জন। সোমবার (১৪ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল (রবিবার) ৪ হাজার ৫০৯ জনের মৃত্যু এবং ১২ লাখ ৫২ হাজার ৩৩৭ জন শনাক্ত হয়েছিলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ১৭৩ জন এবং মারা গেছেন ২৫১ জন। রাশিয়ায় মৃত্যু ৫৯৬ জন এবং আক্রান্ত ৪৪ হাজার ৯৮৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫ হাজার ১৪৩ জন এবং মৃত্যু ১১৮ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ২৬৪ জন এবং মৃত্যু ৩২ জন। ব্রাজিলে মৃত্যু ১৪৬ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৩৯৭ জন। ভারতে মৃত্যু ৫৭ জন এবং আক্রান্ত ২ হাজার ২২২ জন।

এছাড়া তুরস্কে ১৩৮ জন, ইতালিতে ৮৬ জন, ইন্দোনেশিয়ায় ২১৫ জন, ফ্রান্সে ২৯ জন, জাপানে ১৬৯ জন, আর্জেন্টিনায় ৬৫ জন, ইরানে ১১৮ জন, মালয়েশিয়ায় ৮৭ জন, ফিলিপাইনে ১৬৯ জন, চিলিতে ৯৪ জন, মেক্সিকোতে ২০৩ জন এবং থাইল্যান্ডে ৬৬ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button