আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

চলমান রাশিয়া ও ইউক্রেন সংকট ও যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের আলোচনা শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন দুই দেশের প্রতিনিধি দল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের সীমান্তবর্তী দেশে বেলারুশে এ আলোচনা শুরু হয়েছে। খবর-বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বলছে, তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং রুশ সেনা প্রত্যাহার চায়। রাশিয়ান আলোচক ভ্লাদিমির মেডিনস্কির জানান, মস্কো একটি চুক্তিতে পৌঁছাতে চায় যাতে উভয় পক্ষের স্বার্থ থাকবে। বৈঠক শুরু হওয়ার আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সৈন্যদের তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে ইউক্রেনকে ব্লকের সদস্যপদ দেওয়ার জন্য ইইউকে আহ্বান জানান।

এর আগে, আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে জয় নিশ্চিতের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সাবেক এই মন্ত্রী আরও বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই দুদেশেই আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত।

স্থানীয় সময় গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বেলারুশ সীমান্তে আলোচনায় বসতে একমত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। এছাড়া গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে। ভলোদিমির জেলেনস্কি এমন কথা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button