খেলতে এসে প্রথমবার শ্বশুরবাড়িতে ইংল্যান্ডের মঈন আলী
জন্ম ইংল্যান্ডে হলেও পাকিস্তানী বংশোদ্ভূত মঈন আলী বিয়ে করেছেন বাংলাদেশের মেয়ে ফিরোজা হোসেনকে। জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার স্ত্রীর বাবার বাড়ি সিলেটে। সেই সুবাদে মঈন হয়েছেন সিলেটের জামাই। আর এবার চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসে প্রথমবার শ্বশুরবাড়ির জায়গাতে গেলেন মঈন আলী। স্ত্রীর জন্মস্থানে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। সোমবার বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে ম্যাচের কুমিল্লা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মঈন আলী।
সিলেটে প্রথমবার এসে মঈন আলী বললেন, ‘আমার স্ত্রী এখানকার (বাংলাদেশি)। তার বোন এখানেই থাকে, শ্বশুরবাড়ি ঢাকায়। দুয়েকদিনের মধ্যেই তারা সিলেটে আসছে। আমার শ্বশুরবাড়ি এখানে। তাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান। সিলেটে প্রথমবার এলাম। আমার পরিবার সব সময়ই বলে, চলো সিলেট বেড়িয়ে আসি। কিন্তু আমি সময় বের করতে পারিনি। এখানে এসে ভালো লাগছে।’ স্ত্রীর সুবাদে সিলেটের কিছু কিছু ভাষাও মঈন পারেন বলে জানান। ভাষাটা আরও রপ্ত করতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমি অল্প সিলেটী ভাষা পারি। তবে আমি আরও শিখতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড ঘরের মতো। প্রত্যেকটি জায়গা আমি এক করেই দেখি।’