কমলো দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫২ জন। একই সাথে মারা গেছে ৩০ জন। এনিয়ে দেশে মোট করোনয় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২৪ জনের। দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন আক্রান্ত হয়েছে। দেশ করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৫।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১১ হাজার ৫৯৬ জন; শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৫২ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৯ হাজার ৯০৭ জন। শুক্রবার (৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৮৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৮ জনের।