কথাসাহিত্যিক ও জনপ্রিয় লেখক জাফর ইকবালকে শাবির ভিসি হিসেবে চান বিপাশা হায়াত
কথাসাহিত্যিক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ার অভিমত জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ‘কড়চা’ নামে একটি ফেসবুক পেইজের লেখা শেয়ার করে তার ওপরে নিজের অভিমত জানিয়ে এই অভিনেত্রী লিখেন, ‘জাফর স্যারের হাতে গড়া শাবিপ্রবি’র দায়িত্ব স্যারের হাতেই তুলে দেয়া হোক।’
বিপাশা যেই ফেসবুক পোস্ট শেয়ার করেছেন সেখানে শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন ভাঙানোর একটি ছবি রয়েছে, যুক্ত রয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের বক্তব্য। যেখানে লেখা, “বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর একটা স্মারক গ্রন্থে আমার কাছে একটা লেখা চাইছিল। সেই লেখাটার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ১০ হাজার টাকা সম্মানি দেয়া হয়েছে। আমি এই সম্মানির টাকাটা নিয়ে এসেছি, শাবিপ্রবি’র এই আন্দোলনের ফান্ডে এই টাকাটা দিচ্ছি, তোমরা রাখো। তোমাদের অর্থ দিয়ে সাহায্য করার জন্য আমাকেও এরেস্ট করুক।”
“বাংলাদেশের ৩৪ জন ভাইস চ্যান্সেলর বলেছেন, এখানকার ভাইস চ্যান্সেলর পদত্যাগ করলে তাঁরা পদত্যাগ করবেন। আমার খুবই শখ, এটা দেখতে। যদিও আমার ধারণা, এ শখ মিটবে না। তবে তোমরা যেটা করেছ, সেটার তুলনা নেই। বাংলাদেশের প্রতিটি ইয়াং ছেলেমেয়ে তোমাদের সঙ্গে আছে।” – ডঃ জাফর ইকবাল
বিপাশার এই দাবির পক্ষে অধিকাংশ ভক্তই একমত প্রকাশ করেছেন। কেউ কেউ বিশ্লেষণ করে জাফর ইকবালকে ভিসি বানানোর বিরোধিতাও করেছেন।