প্রবাসে বাংলা

সৌদি রিয়াদে পা ভাঙ্গা তাজুল ইসলামকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি।

মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধি-(রিয়াদ)

সৌদি রিয়াদে পা ভাঙ্গা তাজুল ইসলামকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি।

সৌদি রিয়াদে পা ভাঙ্গা তাজুল ইসলামকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি।

কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরুর সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরুল আমিনের নেতৃত্বে অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন,কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান,তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ রুস্তম খাঁন।

সৌদি আরব রিয়াদ সিটির বাথার ইশারা ডাইক্টর এবিসি কার্গো নামক এরিয়ায় ভাঙ্গা পা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়ালমারি গ্রামের লামছরির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তাজুল ইসলাম।

তাজুল ইসলাম জানান,গত দুই মাস পূর্বে বাসা থেকে নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে একটি গাড়ী তাকে মেরে দিয়ে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর পা ভেঙ্গে যায় বলে জানায়। টাকার অভাবে চিকিৎসা না করে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসি।

বর্তমানে পায়ের অবস্থা খুবই খারাপ।জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন।নচেৎ আমি পঙ্গু হয়ে যাবো।সাথে সাথে আমার জীবন সংকটে রয়েছে।
কোন কাজকর্ম নেই। ইকামা না থাকার কারণে কোথাও যাওয়া আসা করা যাচ্ছে না।আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মানবেতর জীবনযাপন করছি।আশপাশের লোকজনের কাছ থেকে সাহায্য নিয়ে কোন রকমে জীবন টা বাঁচিয়ে রেখেছি।আর পারছিনা। কারো কামকাজ নেই। তারাই চলতে হিমসিম খাচ্ছে। আমাকে খাওয়াবে কোথায় থেকে।চিকিৎসা তো দূরের কথা।

তিনি আরো জানান, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেজের এডমিন সাংবাদিক আব্দুল হালিম নিহন ভাই রমজানে আমাকে রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার এ নিয়ে যান।পায়ের এক্স-রে করানোর পর ডাক্তার বলেছেন অপারেশন বাধ্যতামূলক। যার জন্য খরচ আসবে প্রায় ২২ থেকে ২৫ হাজার রিয়াল।

আমি অন্যের সাহায্যে বেঁচে আছি। এতো টাকা পাবো কোথায়। আমার অর্থনৈতিক ও বর্তমান পরিস্থিতি কথা সাংবাদিকদের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করেছি। আমার সার্বিক অবস্থা চিন্তা করে রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার এগিয়ে এসেছে। নূন্যতম একটা খরচ দেওয়া লাগছে।তাও আমার পক্ষে অসম্ভব।

এই মূহুর্তে কুমিল্লা প্রবাসী সোসাইটির আর্থিক নগদ এই অনুদান আমার জন্য বড় ধরনের সহযোগিতা।তাদের প্রতি আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো।
আমার এই চিকিৎসার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস সহ প্রবাসী বাংলাদেশী বিত্ত্বোবানদের সু-দৃষ্টি কামনা করছি। আমার সাথে যোগাযোগ করার নাম্বার-057 893 5624.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button