জেলার খবর

খুলনার পাইকগাছায় প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

খুলনার পাইকগাছায় প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবীতে খুলনার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচীব শেখ সাদেকুজ্জান লিখিত বক্তব্য পড়ে শোনান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৮২ সালে কয়রা- পাইকগাছা ও পাশ্ববর্তী তালা, আশাশুনি ও দাকোপ থানার আংশিক এলাকা নিয়ে সুন্দরবন জেলা ঘোষনা দেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। কালের বিবর্তনে আজ ৩৮ বছরেও তা বাস্তবায়ন হয়নি।

এছাড়া খুলনা সদর থেকে পাইকগাছার দুরত্ব ৬৮.০১ কিঃ মিঃ। কয়রার দুরত্ব ১২০ কিঃ মিঃ। রাজস্ব আয়ের উৎস হিসেবে আছে সুন্দরবন ও হিমায়িত রপ্তানি পণ্য সাদা সোনা খ্যাত চিংড়ী। একারণে সুন্দরবন জেলার যৌক্তিক দাবীতে সংবাদ সম্মেলনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহবায়ক এ্যাড, আবু সাঈদের সভাপতিত্বে ছাত্রনেতা এস এম রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাড জিএ সবুর, প্রেসক্লাবের সভাপতি এ্যাড, এফ এম এ রাজ্জাক, খন্দকার হারুণ অর রশিদ, আসলাম পারভেজ ও শেখ বেনজির আহম্মেদ লাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button