শার্শায় চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭, মেম্বর পদে ৪৫১ জনের মনোনয়ন দাখিল
এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)
শার্শায় চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭, মেম্বর পদে ৪৫১ জনের মনোনয়ন দাখিল
আসন্ন ইউনিয়ন পরিষদকে সামনে রেখে চারিদিকে চলছে নির্বাচনী ডামাডোল। সবার দৃষ্টি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সাংগঠনিকভাবে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরও শার্শা উপজেলায় একাধিক প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চলমান ইউপি নির্বাচনের প্রতিটি ইউনিয়নেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী চ্যালেঞ্জ জানাচ্ছেন অন্য প্রার্থীদের।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মীর আলিফ রেজা জানান, উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত ৩০টি ওয়ার্ডে মোট ৯৭ জন এবং ৯০টি সাধারণ ওয়ার্ডে মোট ৪৫১ জন প্রার্থী।
মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুর ৩টার সময় সহকারি রিটার্নিং কর্মকর্তারা জানান, এই সময় পর্যন্ত বাগআচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারন সদস্য পদে ৫৩ জন।
ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারন সদস্য পদে ২৯ জন।
লক্ষনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন।
বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৬ জন ও সাধারণ সদস্য পদে ২৪ জন।
পুটখালি ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারন সদস্য পদে ৩৪ জন।
গোগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন ও সাধারন সদস্য পদে ৫৯ জন।
কায়বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারন সদস্য পদে ৫৬ জন।
উলাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারন সদস্য পদে ৫৭জন।
শার্শা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারন সদস্য পদে ৪৭ জন।
নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারন সদস্য পদে ৪৫ জন।