কাউখালীর দুই ইউপি নির্বাচনে ১০৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পিরোজপুরের কাউখালী উপজেলার দুই ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় দফার ইউপি নির্বাচন। ১নং সয়না রঘুনাথপুর ও ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে এ নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাধারন ওয়ার্ডের সদস্য প্রার্থীর সংখ্যা ৬৮জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ২৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
১ নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী হলেন জাতীয় পার্টি জেপি’র দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম খোকন, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এইচএম হাফিজুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু সাঈদ, মোঃ গিয়াস উদ্দীন পলাশ, মোঃ মাছুম হোসেন, আবুল কালাম আজাদ। এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০ জন, ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৩২৫। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭১১ ও মহিলা ভোটার ৪৬১৪।
৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন, জাতীয় পার্টি জেপি’র দলীয় প্রার্থী বজলুর রহমান নান্নু, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাও. শিহাব উদ্দীন কাশেমী, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জোমাদ্দার, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লাইকুজ্জামান মিন্টু তালুকদার। এছাড়া ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৫ জন, ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮২২ ও মহিলা ভোটার ৫৮১৫।
কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমান জানান, চিরাপাড়া ও সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে ১২জন, সদস্য পদে ৬৮ জন, সংরক্ষিত আসনে ২৫জন মনোনয়ন পত্র মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর, ভোটগ্রহণ ২৮ নভেম্বর ।