শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি
নভেম্বরের শুরুতে তাপমাত্রা কমতে শুরু করেছে শ্রীমঙ্গলে। দেশে শীতের শহর হিসেবে পরিচিত এবং চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে ১ নভেম্বর থেকে শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা শীতের আমেজ পাওয়া যায়।
দেশের অন্যতম চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গল উপজেলাজুড়ে এখন শীতের আমেজ বিরাজ করছে। অনুভূত হচ্ছে হালকা শীত। আজ মঙ্গলবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এখানে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অবজারভার মো: মুজিবুর রহমান জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যা থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। ১ নভেম্বর তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে আসে এবং প্রতিদিনই ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে।
শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। রাতে হালকা কুয়াশাও পড়ছে। সবুজ ঘাসে জমছে শিশির কণা। ক’দিনের মধ্যেই শ্রীমঙ্গলের হাওর, বিল, জলাশয় আর চা বাগান লেকগুলোতে ঝাঁকে ঝাঁকে শীতের পাখি আসতে শুরু করবে। এদের কিচির মিচিরে এলাকাগুলো বিচিত্র রুপ ধারণ করবে। আগমন ঘটবে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের।