বৃষ্টির পানিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।
আজ বুধবার (২৫ আগস্ট) ভোর থেকেই জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতেই দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।
জলাবদ্ধতায় ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, আজ বিকেল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রামে আজ এখন পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।