জেলার খবর

পাইকগাছায় মাদক,জুয়া, সহ নানাবিধ অপরাধ প্রবনতা রোধে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় মাদক,জুয়া, সহ নানাবিধ অপরাধ প্রবনতা রোধে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

“মুজিববর্ষে পুলিশনীতি জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদক-জুয়া, বাল্য বিবাহ, চুরি-ছিনতাই, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, ডাকাতি সহ নানাবিধ অপরাধ প্রবনতা রোধে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন পাইকগাছা প্রশাসন। শনিবার সকাল ১০ টায় থানার সম্মুখে বঙ্গবন্ধু চত্বরে কমিউনিটি পুলিশিং ডে-অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০ টায় থানার সামনে থেকে র‌্যালী বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকরী পুলিশ সুপার সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, কে এম আরিফুজ্জামান তুহিন।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি এফ এম এ রাজ্জাক, মিহির বরণ মন্ডল, বক্তব্য রাখেন, আরশাদ আলী বিশ্বাস, সায়েদ আলী মোড়ল কালাই, হাফিজুর রহমান, কুরবান আলী, শাহাবুদ্দীন শাহিন, জাকারিয়া আহম্মেদ প্রমুখ। এ সময় পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বলেন, আমি নতুন যোগদানের পর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে।

২৪ ঘন্টার মধ্যে তা উদঘাটন করে সব আসামিকে ধরতে সক্ষম হয়েছি। আমি বলেছি এ উপজেলায় ডাকাত সন্ত্রাসীরা থাকবে নাহলে পুলিশ প্রশাসন থাকবে। ইতিমধ্যে ডাকাত সন্ত্রসীরা এলাকা ছেড়ে দিয়েছে। কমিউনিটি পুলিশের সদস্যরা সহ এলাকাবাসী আমাকে যদি সহযোগীতা করে তা হলে এলাকায় কোন অন্যায় অবিচার হবে না। তিনি আরো বলেন, আমার পুলিশ সদস্য যদি কোন মাদকের সাথে জড়িত থাকে তাহলে তদেরকে কোন রকম ছাড় দেয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button