সোনারগাঁও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল (শাল) বিতরণ করেন এমপি খোকা।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সোনারগাঁও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল (শাল) বিতরণ করেন এমপি খোকা।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘জনপ্রতিনিধিকে জনগণের সেবা করার নিয়ত রাখতে হয়। কেননা জনগণের সেবা করাই জনপ্রতিনিধির দায়িত্ব। আর সেবা করতে হলে ধন ও মন দুটোই লাগে। আল্লাহর রহমতে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফুল ভূঁইয়া মাকসুদের দুটোই আছে। তাই আসন্ন নির্বাচনে জামপুরবাসী তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে উন্নয়ন ও সেবা ভোটারেরসংখ্যা পাবে।’
২৯ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া ও মুছারচর এলাকায় অত্র ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফুল ভূঁইয়া মাকসুদের উদ্যোগে বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (শাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকা এসব কথা বলেন।
এসময় এমপি খোকা আরও বলেন, যারা ক্ষমতার জোরে গরীব দুঃখী ও নিরীহ মানুষের জমি দখল করে, কৃষকের ক্ষেতের মাটি লুটেপুটে ইট ভাটায় বিক্রি করে- এদের কাছ থেকে জনগণ কখনো সেবা পায় না।
বরং ক্ষমতার দম্ভে জনগণকেই তারা নিজেদের সেবক বলে মনে করে। তাই আসন্ন ইউপি নির্বাচনে সোনারগাঁয়ের মানুষ যাচাই বাছাই করেই যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।
জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফুল ভূঁইয়া মাকসুদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়রী যুগ্ম আহ্বায়ক হাজী শ্যামল শিকদার, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হাশেম, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাজী আবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, দেলোয়ার প্রধান, নিলুফা আক্তার ময়না মেম্বার, টারজান শিকদার, সেলিম শিকদার সহ আরও অনেকে।