পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের লাগাতার সাধারণ সম্পাদক রাষ্ট্রপতি পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ঢাকার বারডেম হাসপাতালে আজ শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহির…… রাজিউন। তার মৃত্যুতে দলীয় কার্যালয়ে সন্ধা সাড়ে সাতটায় মিডিয়া কর্মীদের ডেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হাফিজুল ইসলাম প্রামানিক। দলীয় সূত্র জানায়, পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক সন্ধায় তাকে ঢাকার রায়ের বাজার বসিরা বুদ্ধিজীবী কবর স্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবৎ বারডেম হাসপাতালে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে পার্বতীপুরের সকল স্তরে শোকের ছায়া নেমে আসে।
Related Articles
মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী : তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান
সেপ্টেম্বর ২১, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ