সাংবাদিক নিয়ে অহেতুক অপ্রয়োজনীয় সমালোচনা বন্ধ করুন,- সুভাষ সাহা।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক নিয়ে অহেতুক অপ্রয়োজনীয় সমালোচনা বন্ধ করুন,- সুভাষ সাহা।
সাংবাদিক নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা’
প্রায়ই দেখি কে সাংবাদিক,কে সাংবাদিক না?
চা’র দোকানীও সাংবাদিক! চোরবাটপারও সাংবাদিক এমন নানান মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শঃ চোখে পড়ে!
এ’বিষয়ে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী সুভাষ সাহা তার ফেইজ বুক আইডিতে পোস্ট করে সর্বসাধারনের অবগতির জন্য তিনি বলেন, আমি তো মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি বা যাঁরা সঠিক তথ্য সরবরাহ করেন তিনিই সাংবাদিক।
কেউ স্বেচ্ছাসেবী সাংবাদিক কেউ পেশাদার সাংবাদিক।
এই ধরুন,নৌবাহিনীর কর্মকর্তাকে হাজী সেলিম পুত্রের মারধরের ভিডিও ধারন করে অজ্ঞাত যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশবাসীর নজরে এনেছেন,আমি মনে করি তিনিও সাংবাদিক।
যিনি মিথ্যা তথ্য পরিবেশন করেন তিনি মিথ্যাবাদী, সমাজবিরোধী। সাংবাদিক কখনো ব্যক্তি বা সমাজের ক্ষতি করতে পারেননা।
আপনি আমি যোগ্যতা নির্ণয় করতে পারি তাঁর বা তাঁদের ভাষা প্রয়োগ,শুদ্ধ বানান,উচ্চারণ ও পরিবেশনা বিচার বিশ্লেষণ করে।
৯৯৯ এ কল করে যিনি পুলিশকে তথ্য সরবরাহ করছেন তিনিও সংবাদকর্মী। সংবাদ সরবরাহ করেন যিনি তিনিই সংবাদকর্মী। যোগ্যতা অনুযায়ী যাঁর যাঁর সম্মান পাবেন।
আবার সাংবাদিক পরিচয়য়ে যিনি দুষ্কর্ম্মে লিপ্ত হবেন তিনি তিরস্কৃত হবেন। দুষ্কৃতকারী হিসেবে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করবেন। এটাই সমীচীন।
সাংবাদিক প্রশ্নে দায়িত্বশীল মহল থেকেও মাঝে মধ্যে সমালোচনার অবতারণা করা হয় যা মোটেও কাম্য নয়।
ডিজিটাল যুগে মাস জার্নালিজমের দ্বার উন্মোচিত থাকুক।
মনিটরিংয়ের যায়গা শক্তিশালী করা হোক।
সাংবাদিকের সংজ্ঞা নির্ণয় করা আমি আপনি কে?