অন্তিম নীট কম্পোজিট লিঃ এর কাছে তিতাস গ্যাসের পাওনা ৩০ কোটি টাকা কাজে কর্মীদের বাধা
সাহাদাৎ হোসেন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)
অন্তিম নীট কম্পোজিট লিঃ এর কাছে তিতাস গ্যাসের পাওনা ৩০ কোটি টাকা কাজে কর্মীদের বাধা
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর একটি পত্র মারফত জানা যায়, অন্তিম নীট কম্পোজিট লিঃ এর কাছে তিতাস গ্যাসের পাওনা ৩০ কোটি টাকা।
ঐ চিঠিতে উল্লেখ করা হয় বার বার তাগাদা দেওয়া সত্বেও অন্তিম কর্তৃপক্ষ পাওনা পরিশোদের বিষয়ে সামান্যতম ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো তারা বিভিন্ন ছলতাচুরি ও মিথ্যার আশ্রয় নিয়ে সময় ক্ষেপন করছে।
ঐ পত্র অনুযায়ী আরো জানা যায়, অন্তিম এর কাছে এ পাওনা ২০২১ সালের আগস্ট পর্যন্ত। তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযোগ অন্তিম কর্তৃপক্ষ মহামান্য আদালতের নির্দেশও মানছে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষের ৭অক্টোবরের দেয়া ঐ পত্রতে উল্লেখ করা হয় তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে গেলে অন্তিমের কর্মচারীরা তাতে বাধা প্রদান করে। শুধু তাই নয় কর্মচারীরা তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্তৃপক্ষের উপর হামলা চালিয়ে জীবন নাশের হুমকি দিয়ে থাকেন।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর সোনারগাঁও আঞ্চলিক বিপনণ বিভাগ ও কেন্দ্রীয় ভিজিল্যান্স ডিভিশনের কর্মকর্তারা বার বার অন্তিমের কর্মচারীদের হাতে বাধাগ্রস্ত হয়।
পত্রে বলা হয় গ্যাস একটি অত্যান্ত প্রকৃতিক সম্পদ এবং এর সুনিয়ন্ত্রিত ব্যবহার দেশের উন্নয়নে একান্ত অপরিহায্য। অন্তিম যথা সময়ে গ্যাস পরিশোধ না করায় সরকারি রাজস্ব ক্ষতির কারণ হয়েছে রাষ্ট্র যা সম্পূর্ণ গ্যাস আইন বিরোধী।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান অন্তিম কর্তৃপক্ষ বার বার অবাঞ্চিত ও অপ্রয়োজনীয় পত্র দিয়ে গ্যাস বিল ফাঁকির নানা পন্থা খুঁজছে। তারা গ্যাস বিল ফাঁকির জন্য বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের দারস্ত হচ্ছে।
এতে সরকার যেমন মোটা অংকের রাজস্ব হারাচ্ছে তেমনি তিতাস গ্যাস অবকাঠামোগত দুর্বল হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ অন্তিমকে পত্র মারফত জানান যথা নিয়মে শর্ত মেনে গ্যাস বিল পরিশোধ না করলে অচিরেই কর্তৃপক্ষ বাংলাদেশ গ্যাস আইন ২০১০, গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ ও দেশের প্রচলিত আইন অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের বাধ্য হবে।
এ বিষয়ে অন্তিম নীট কম্পোজিট লিঃ কর্তৃপক্ষকে ফোনে তাদের বক্তব্য জানতে চাইলে তারা বলেন আমরা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর দারস্ত হয়েছি। আমরা গ্যাস বিল পরিশোধ না করলে তিতাস গ্যাসের এমন কোন শক্তি নেই যে, আমাদের কাছ থেকে গ্যাস বিল আদায় করতে পারবে।