জেলার খবর

কপিলমুনিতে এমপির হস্তক্ষেপে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স নির্মানের জায়গা নিয়ে জটিলতা নিরসন

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

কপিলমুনিতে এমপির হস্তক্ষেপে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স নির্মানের জায়গা নিয়ে জটিলতা নিরসন

খুলনার পাইকগাছার কপিলমুনিতে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের জায়গা সম্পর্কিত জটিলতা ও দ্বন্দ নিরশনে শনিবার খুলনা-৬ সংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু সরেজমিন উপস্থিত হয়ে নিরসন করেন। এ সময় উপজেলা ভুমি প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলার কপিলমুনি কপোতাক্ষ বাইপাস সড়কের নির্ধারিত স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মানের জায়গা নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় একটি পক্ষের মধ্যে জটিলতা ও দ্বন্দের সৃষ্টি হয়। একের পর এক বাঁধা প্রদান শেষমেষ এমপির হস্তক্ষেপে নিরশনের জন্য শনিবার দুপুরে ঝটিকা সফর করেন উপজেলা ভুমি প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উভয় পক্ষের প্রতিনিধিকে ডেকে দ্বন্দ নিরশন করেন খুলনা ৬ আসনের সংসদ মোঃ আকতারুজ্জামান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল বিশ্বাস, পুজা কমিটির সভাপতি সমিরন সাধু, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, যুগোল কিশোর দে, আনন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, এস আই আব্দুল আলীম, সৈয়দ সালাম উল্লাহ, শেখ ইকবল হোসেন খোকন, কপিলমুনি প্রেসক্লাব সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button