করোনা সচেতনতায় পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার মনিরামপুর বিভিন্ন কর্মসূচি পালন
আবদুল্লাহ আল মামুন, মনিরামপু উপজেলা প্রতিনিধি-(যশোর)
করোনা সচেতনতায় পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার মনিরামপুর বিভিন্ন কর্মসূচি পালন
মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলা ও সচেতনতা সৃষ্টির লক্ষে মণিরামপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছসেবী ও সমাজ উন্নয়নমূলক সংস্থা (এফএসডিও) নামের সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করার উদ্যোগ গ্রহণ করেছে। নিজেদের দৈনন্দিন খরচ কমিয়ে গণসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শনিবার দিনব্যাপী মণিরামপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় সংগঠনটির সদস্যরা সামাজিক বিধি-নিষেধ ও সরকারী নির্দেশনা মেনে দলবেধে মাইকিং, পথচারী জনসাধারণের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্ত করণসহ মাস্ক বিহীনদের মুখে মাস্ক পরিয়ে দেন।
এ সময়ে সংগঠনটি পরিচালক দেব বিশ্বাস, সভাপতি ইমদাদুল হোসেন, সম্পাদক ইলিয়াস হোসেন, রক্তদান সম্পাদক শারমিন খাতুন, বৃষ্টি দেবনাথ, জিহাদ হোসেনসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান শিক্ষার্থীদের এ নন্দিত উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদেরকে সার্বিক সহযোগীতার প্রতিশ্রতি ব্যক্ত করেন।